Online madrasha
Madrashatul Fatiha online education
ধাপ-১
পেমেন্ট করুন
ভর্তি ফি প্রদানের জন্য সরাসরি বিকাশ/নগদের মাধ্যমে পেমেন্ট করতে নিম্নোক্ত নাম্বারে টাকা পাঠাতে হবে(01788640545)
ধাপ-২
আপনার অর্ডার আইডি(অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে) বা ট্রানজেকশন আইডি (সরাসরি বিকাশ /নগদ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে) দিয়ে নিম্নোক্ত ফরম ফিলাপ করুন
লিংক- https://forms.gle/kC7HWuXwJuCCEp4y9
ফর্ম পূরণের পর আপনার ইমেইলে ক্লাসের লগইন, ইউজারনেম,পাসওয়ার্ড ইনফো এবং ফেসবুক গ্রুপে জয়েনের জন্য ডিটেলস লিংক পাঠিয়ে দেওয়া হবে।
ফর্ম পূরণের পর আপনার ইমেইলে ক্লাশে লগইন ইউজারনেম-পাসওয়ার্ড ইনফো এবং ফেসবুক গ্রুপে জয়েন এর জন্য ডিটেলস লিংক পাঠিয়ে দেওয়া হবে
ভর্তির পর ক্লাসে জয়েন
ধাপ-১
লাইভ ক্লাশ
ভর্তির পর ফেসবুকে অথবা মেইলের মাধ্যমে ক্লাসে জয়েন এর টিউটোরিয়াল, ক্লাস সিডিউল, মিটিং আইডি ইত্যাদি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এসব বিষয়ের জন্য একটা ট্রেনিং ক্লাস নেওয়া হবে সেই অনুযায়ী লাইভ ক্লাস এ জয়েন করবেন
ধাপ -২
ভার্চুয়াল ক্লাসরুম
আপনার মেইলে দেওয়া ইউজারনেম ও পাসওয়ার্ড অনুযায়ী ভার্চুয়াল ক্লাশে জয়েন করুন। ক্লাসে জয়েন করলে সিলেবাস ডিটেলস পাবেন।
পরীক্ষার সময় হলে ভার্চুয়াল ক্লাশরুমে সবার আলাদা আলাদা ভাবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা যথাক্রমে যারা প্রথম ও দ্বিতীয় হবে তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ফর্মে দেওয়া ঠিকানা অনুযায়ী পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।
No Comments