Online madrasha
Madrashatul Fatiha online education
আসসালামু আলাইকুম
![]() |
Online Madrasa |
'Ibout MF'
আলহামদুলিল্লাহ ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহী ওয়া মান ওয়ালাহ।
হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা হচ্ছে-পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। নিশ্চয়ই আপনার প্রতিপালক মহান দয়ালু। যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না (সুরা:আলাক,আয়াত নং:১-৫)
দুনিয়ার নিয়ম ও ব্যবস্থাপনার ঠিক রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন, তেমনি দ্বীনের হেফাজতের জন্য এবং দুনিয়ার সব কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়ার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। মুসলিম সমাজের সব শ্রেণীর মানুষ যেন দ্বীন মোতাবেক চলতে পারে এবং হারাম থেকে বেঁচে হালালভাবে জীবন যাপন করতে পারে, সেজন্য কুরআন সুন্নাহে পারদর্শী একটি জামায়াত বিদ্যমান থাকা অপরিহার্য। কোরআন মাজিদে এরশাদ হয়েছে, কেন বের হয় না প্রত্যেক সম্প্রদায় থেকে একটি দল যাতে তারা দিনের তাফাক্কুহ অর্জন করে এবং ভীতি প্রদর্শন করে তাদের জাতিকে যখন তারা ফিরে আসে তাদের কাছে ।সম্ভবত তারা আল্লাহভীতি অর্জন করবে(সূরা তওবা, আয়াত নং:১২২)
ইলমে দ্বীন চর্চায় নানামুখী সুযোগ ও মুক্ত করার অভিপ্রায়ে (MF ) কোরআন শরীফ শিক্ষা কোর্স এবং হিফজুল কোরআন কোর্স এর পাশাপাশি দিচ্ছে অনেকগুলো শর্ট কোর্সের অফার ।
দেশের যেকোনো প্রান্ত থেকে বোনেরা জুমের মাধ্যমে ক্লাশ করতে পারবেন।
No Comments